Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির বিপ্লবী শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে এক অনন্য ও আবেগঘন দৃশ্য চোখে পড়ে। মায়ের কোলে রিকশায় চড়ে যাওয়ার সময় এক ৪ বছরের শিশু জেদ ধরে রাজপথে প্রতিবাদী শিক্ষার্থীদের সঙ্গে শামিল হওয়ার জন্য। রিকশা থামিয়ে সে যেন তার কচি কণ্ঠে হাদি হত্যার বিচার চাইছিল।

ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে হাদির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। একইসঙ্গে তারা বাংলাদেশ থেকে সকল প্রকার ভারতীয় আগ্রাসন বন্ধ এবং ভারতীয় সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার জোর দাবি তোলেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের কণ্ঠে ‘ক্ষমতা না জনতা? জনতা জনতা!’, ‘ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ভারতীয় আস্তানা’ এবং ‘আমরা সবাই হাদি হবো, হাদির পথে লড়ে যাবো’ এমন সব তেজোদীপ্ত স্লোগান ধ্বনিত হয়। ঠিক সেই মুহূর্তে ছোট্ট শিশুটির প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে একাত্মতা পোষণ করার দৃশ্যটি উপস্থিত সবার মাঝে দেশপ্রেমের নতুন মাত্রা যোগ করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হাদি আমাদের বিপ্লবের প্রতীক। তাঁর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। যদি আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে আগামীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অচল করে দিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

শিক্ষার্থীরা আরও জানান, শহীদদের রক্তের ঋণ শোধ না করা পর্যন্ত এবং দেশ থেকে সকল প্রকার আধিপত্যবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই রাজপথে অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর