Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে মসজিদের ভেতরে ঢুকে ইমামকে চড়-থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মুরাদপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত ইমাম মো. আলী আজগর এ বিষয়ে মাধবপুর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের ছোবেদ আলীর ছেলে সেলিম মিয়া হঠাৎ করে মসজিদে ঢুকে ইমাম আলী আজগরের বিরুদ্ধে তার মক্তবপড়ুয়া মেয়েকে এক মাস আগে মারধরের অভিযোগ তোলেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে ইমামের ওপর চড়াও হন। সেলিম মিয়া ইমামকে চড়-থাপ্পড় মারতে মারতে আহত করেন।

শিশু শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের মুসল্লি ও স্থানীয়রা ছুটে এসে আহত ইমাম আলী আজগরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ সংশ্লিষ্টরা ঘটনার নিন্দা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মসজিদ কমিটির সভাপতি ফিরোজ মিয়া বলেন, “এর আগেও সেলিম মিয়া কয়েকজন ইমামের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্ত সেলিম মিয়ার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্ত সেলিম মিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।