শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ
শরীয়তপুরে বিএনপিতে যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দলেরই অপর একটি পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩টি ঘরে অগ্নিসংযোগ করা হয় এবং ৯টি আধাপাকা টিনের ঘর কুপিয়ে ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী আগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদের উপস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক সমর্থকসহ তিনি বিএনপিতে যোগদান করেন। এই যোগদানের পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ঘটনার আগের দিন তিনি স্ত্রী ও সন্তানদের কাছে দুবাই ভ্রমণে যান।
চেয়ারম্যানের অনুপস্থিতিতে শুক্রবার রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে হামলাকারীরা। এসময় তার ও তার সমর্থকদের অন্তত ১১টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়দের দাবি, নতুন ও পুরাতন কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত।
খবর পেয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এই হামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments