Image description

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়নকালে এক বিমানের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দর অচল হয়ে পড়েছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের চাকা বিস্ফোরণ হয়। 

জানা গেছে, ওই বিমানে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপদে সকল যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। এ ঘটনার পর সিলেট ওসমানী বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। বেলা ৪ টায় ফের বিমান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোইং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে উঠার পর চাকা ব্লাস্ট হয়।

এসময় কিছুটা আতংক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। রানওয়েতে রেখে বিমানের চাকা মেরামত করার পর বেলা ৪ টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। 

/ডিএফ