Image description

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে শনিবার বিএনপির পদযাত্রার মিছিলে পিস্তল উঁচিয়ে ধরা এক তরুণের ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই পরিচয় শনাক্ত করে রোববার ভোররাত ৪টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় পিস্তলটিও। পিস্তল হাতে ভাইরাল তরুণটির নাম জাহিদুল হাসান (২৫) বলে জানা গেছে। উপজেলার গাড়ারন গ্রামের একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ বলছে, উদ্ধার হওয়া ওই অস্ত্রটি একটি খেলনা পিস্তল।
 
শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অস্ত্র উঁচিয়ে ধরা অবস্থায় ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজতে শুরু করে। শ্রীপুরের গাড়ারন গ্রামের একটি স্থান থেকে রোববার ভোররাত সোয়া ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য এক ব্যক্তির কাছ থেকে খেলনা পিস্তলটি উদ্ধার করা হয়। জাহিদুল হাসান পুলিশকে জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তির পরামর্শে মিছিলকে বিতর্কিত করার জন্য ওই তরুণ খেলনা পিস্তল নিয়ে সেখানে গিয়েছিলেন।
 
শ্রীপুর থানা পুলিশ জানায়, পদযাত্রার মিছিল থেকে আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর, হুমকি প্রদর্শনসহ বিভিন্ন ঘটনায় শ্রীপুর থানায় শনিবার রাতে একটি মামলা করেন বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ। এতে ৫৫ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। মামলায় অস্ত্রধারী জাহিদুল হাসানকে ৪ নাম্বার আসামি করা হয়েছে। মামলার পর অস্ত্রধারী যুবক ছাড়াও বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ প্রধানসহ তিনজনকে গত রাতেই গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার জাহিদ বরমী বাসস্ট্যান্ড এলাকার আবদুল হকের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, গত ৪-৫ বছর আগে এ যুবক বরমী এলাকায় আসেন। তার স্ত্রী বরমীর এক ডায়াগনোস্টিক সেন্টারে কাজ করেন। জাহিদ কোনো কাজ না করলেও এলাকার বিভিন্ন প্রভাবশালীদের সঙ্গে ঘুরতে দেখা যেত। বিএনপির দাবি জাহিদ আওয়ামী লীগের লোক।
 
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, তারা শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাদের যাত্রাটি বরমী কলেজ গেট পর্যন্ত পৌঁছালে পেছনের অংশ জনতার মোড়ে হঠাৎ করেই ১০-১২ জন লাঠি নিয়ে তাদের ধাওয়া করে। তাদের সঙ্গেই সে ছেলেটি ছিল। পরে আমাদের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আওয়ামী লীগের ধাওয়ায় আমাদের বেশ কয়েকজন কর্মীও আহত হয়।
 
দলের সভাপতি আরও বলেন, আমরা অনেক কাঠখড় পুড়িয়ে রাজনীতি করে যাচ্ছি। এর মধ্যেই বহিরাগত ঢুকিয়ে আমাদের প্রশ্নের মুখে ফেলা হলো। তবে বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাত পণ্ডিত বলেন, সকাল ১০টার দিকে বিএনপির পদযাত্রার সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হয়। এ সময় জাহিদ অস্ত্র উঁচিয়ে ভীতি প্রদর্শন করেন। তার দাবি, অস্ত্রধারী এ যুবকটি বিএনপির হয়েই কাজ করেছে।