Image description

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. বেলাল হোসেনকে (৭৬) অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি ১৩ বছর ধরে পালিয়ে ছিলেন।
 
বুধবার (১৪ জুন) রাতে গাজীপুর মহানগরীর গাছা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা। 
 
বেলালের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায়। তার বাবার নাম মৃত রহিম উদ্দিন। তাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
 
মো. পারভেজ রানা বলেন, আসামি বেলাল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান ছিল। ওই মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পর পরই তিনি আত্মগোপনে চলে যান। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং ছদ্মবেশ ধারণ করেন। 
 
সিনিয়র এএসপি আরও জানান, আসামি বেলাল বিশেষ দায়রা জজ আদালতে মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘ ১৩ বছর ধরে পালিয়ে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অবস্থান করছিলেন।