
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার সহপাঠী ও সহকর্মীদের মাঝে বেশ জনপ্রিয় ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে হাসিবুর রহমান শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে রাতের খাবার খাওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ তিনি খিঁচুনিতে আক্রান্ত হন এবং পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
হাসিবুরের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী ও সংগঠনের সহকর্মীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা বলেন, “হাসিবুর ছিলেন অত্যন্ত মেধাবী এবং সংগঠনের প্রতি নিবেদিত একজন নেতা। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।”
হাসিবুর রহমানের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তার পরিবার এবং সংগঠনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
Comments