জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় পৌনে ২ লাখ। গড়ে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৬৩ জন শিক্ষার্থী। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) শেষ হচ্ছে এই আবেদন প্রক্রিয়া।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট ১ লাখ ৭৭ হাজার ৫৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ে এবার মোট আসন রয়েছে ২ হাজার ৮১৫টি। সে হিসেবে আসনপ্রতি গড়ে আবেদন পড়েছে ৬২ দশমিক ৮৯টি। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৮৯ জন ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের তথ্যমতে ইউনিট-এ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): ৮৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৫ হাজার ২ জন। আসনপ্রতি লড়াই করবেন ৭৭ জন। ইউনিট-বি (কলা ও আইন): ৭৮৫ আসনের বিপরীতে আবেদন ৬৯ হাজার ৮৭৫টি। আসনপ্রতি লড়বেন ৮৯ জন। ইউনিট-সি (বিজনেস স্টাডিজ): ৫২০ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৩০টি আবেদন। আসনপ্রতি প্রতিযোগী ৩৫ জন। ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান): ৬১০ আসনের বিপরীতে আবেদন ২২ হাজার ৬৯৩টি। আসনপ্রতি ৩৭ জন। ইউনিট-ই (চারুকলা): ৬০ আসনের বিপরীতে ১ হাজার ৫৭টি আবেদন। আসনপ্রতি লড়বেন ১৭ জন।
অনলাইনে (https://admission.jnu.ac.bd) আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে। শেষ সময়ে আবেদনের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ‘এ, বি, সি, ডি’ ইউনিটের আবেদন ফি ১,০০০ টাকা এবং ‘ই’ ইউনিটের ফি ১,২০০ টাকা (সার্ভিস চার্জ ব্যতিত)। মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট, সেলফিন) মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা (ই-ইউনিট) ১৩ ডিসেম্বর-২০২৫ (শনিবার) বেলা ৩টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (ইউনিট-এ) ২৬ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, বিজনেস স্টাডিজ অনুষদ (ইউনিট-সি) ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের (ইউনিট-ডি) ৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, কলা ও আইন অনুষদ (ইউনিট-বি) ৩০ জানুয়ারি-২০২৬ (শুক্রবার) বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ নির্ধারিত জিপিএধারী শিক্ষার্থীরাই আবেদনের সুযোগ পাচ্ছেন।




Comments