Image description

আবাসন বৃত্তি নীতিমালার পুনর্বিন্যাস ও সংশোধনসহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ‘আস-সুন্নাহ মেধাবী প্রজেক্ট’-এর ব্যানারে শিক্ষার্থীরা সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভিসি ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এই কর্মসূচি শুরু করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীদের ‘হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প’, ‘আমাদের অধিকার আমাকে দাও, নইলে গদি ছাইড়া দেও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, নতুন আবাসন বৃত্তি নীতিমালায় আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রজেক্ট’-এ থাকা শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। তারা আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ করার দাবি জানান।

শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো

১. আস-সুন্নাহ মেধাবী প্রজেক্টে অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা এবং তাদের কেন বঞ্চিত করা হবে এর যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা।
২. আবাসন বৃত্তিকে মেধাভিত্তিক না করে ‘প্রয়োজনভিত্তিক’ করার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত এবং রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণ বাতিল করা।
৩. ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা ন্যায্য ও নিশ্চিতভাবে প্রয়োগ করা।

আন্দোলনের বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, ‘এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে।’