Image description

চট্টগ্রামের রাউজানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে দীর্ঘ ৩০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তাহের (৫৫) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমহারপাড়া এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকালে ভিকটিম এমদাদুল হক ওরফে খোকনকে তার নিজ বসতঘর থেকে জোরপূর্বক বের করে এনে ‘থ্রি-নট-থ্রি’ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ভিকটিমের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে ১ নম্বর আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এসআই মো. মামুন ভূইয়া ও এএসআই সানুমং মারমার নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে পলাতক আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই আসামি আবু তাহের পলাতক ছিলেন। দীর্ঘ ৩০ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’