Image description

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং যে কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতকারীদের প্রতিহত করার লক্ষ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৩ ডিসেম্বর থেকে সীমান্ত সংলগ্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বিজিবি সূত্র জানিয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন সীমান্ত পিলার ১৩১/৮-আর হতে ৮১/৩-এস পর্যন্ত প্রায় ৮১.৫ কিলোমিটার এলাকাজুড়ে এই বিশেষ সতর্কতা ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, আবেদেরঘাট, আমলাবাজার, মোশনবাজার, কাথুলী, ধর্মদাহ এবং ডাংমড়কা এলাকাসহ সীমান্তের বিভিন্ন প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে দিনরাত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি (এসইউপি, পিএসসি, জি) জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তে এই বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।’

সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির ঘোরাফেরা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানান।