Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক পালনের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক র‍্যালি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও এই শোক কর্মসূচির আয়োজন করা হয়।

শোক র‍্যালিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “শহীদ ওসমান হাদি ছিলেন অত্যাচার, আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁকে হারিয়ে জাতি এক অমূল্য সম্পদ হারিয়েছে। হাদি হয়তো সশরীরে নেই, কিন্তু তাঁর বিপ্লবী চেতনা ও স্পিরিট কোটি তরুণের মাঝে বেঁচে থাকবে।”

উপাচার্য আরও দাবি জানান, “শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন কোনো হল বা চত্বর শহীদ ওসমান হাদির নামে নামকরণের বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “দেশের ১৮ কোটি মানুষ আজ হাদির চেতনায় উজ্জীবিত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদকে ‘না’ বলতে হবে এবং হাদির আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। স্মরণসভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ ওসমান হাদির শাহাদাত কবুলিয়াত এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।