Image description

কার্যক্রম নিষিদ্ধ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে বিরামপুর উপজেলা থেকে একাধিক মামলায় গ্রেপ্তার করে।

আলতাফুজ্জামান দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় বসবাস করলেও তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। 

প্রসঙ্গত, মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।