Image description

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন কমান্ডারের নির্দেশনায় বিকেল সোয়া ৪টার দিকে হাবিলদার মো. রোস্তম আলীর নেতৃত্বে একটি দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান চালায়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অবৈধভাবে সংগ্রহ করা কাঠের গুঁড়ি ও টুকরো ফেলে রেখে দ্রুত গহিন অরণ্যে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৭ দশমিক ২৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “পার্বত্য এলাকায় বনজ সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা নানা অভিনব কৌশলে কাঠ পাচারের চেষ্টা করছে। এ কারণে আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আভিযানিক কার্যক্রম আরও জোরদার করেছি।”

তিনি আরও জানান, সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।