সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজার আয়োজন করা হয়।
গায়েবানা জানাজায় ইমামতি করেন জুলাই যোদ্ধা আসাদুল্লাহ খান সজল। জানাজায় অংশগ্রহণ করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ এবং উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা।
এছাড়াও যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই জানাজায় অংশ নেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “শরীফ ওসমান হাদি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। তাঁর অকাল মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও বিপ্লবী চেতনা আগামী দিনে তরুণ সমাজকে ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে।”
বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




Comments