রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর মেধা ও যোগ্যতার ভিত্তিতে মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আবেদনকারী শিক্ষার্থীরা রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট (https://admission.ruet.ac.bd) থেকে ফলাফল ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি থেকে অনলাইনে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন।
ভর্তি পরীক্ষা দুটি মডিউলে অনুষ্ঠিত হবে:
১. মডিউল ‘ক’: এর অধীনে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের পরীক্ষা হবে।
২. মডিউল ‘খ’: এর অধীনে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, ইউআরপি এবং আর্কিটেকচার বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন বিন্যাসসহ পরবর্তী নির্দেশনাবলি যথাসময়ে রুয়েটের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments