গত সপ্তাহের তুলনায় শীতের প্রকোপ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে সামগ্রিক আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানায়, আজ সকালে ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।
এদিকে, সারাদেশে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।




Comments