কুষ্টিয়ার দৌলতপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল নামক স্থান থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়–ইকুড়ি এলাকার তারু মন্ডলের ছেলে সুমন হোসেন (২৬) ও চারু মন্ডলের ছেলে ছটন আলী (২২)। এসময় তাদের কাছে থাকা একটি ওয়ান শ্যুটার গান ও ১৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবীর জানান, তারা দুজনে অবৈধ অস্ত্র ব্যবসা ও পরিবহনের সাথে জড়িত। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সক্রিয় আছে বলে তিনি জানিয়েছেন।
মানবকণ্ঠ/এসআর
Comments