সিরাজগঞ্জের কাজীপুরে যুবদলের নেতাকে মারপিট করার অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ্য করা হয়, শুভগাছা ইউনিয়ন যুবদলের তিন নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা থাকার ঘটনায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন- উপজেলার শুভগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শওকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রতন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তিন নেতাকে আজ শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এ নোটিশের জবাবের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments