
সরকারি জমি বিক্রি, আশ্রয়ণ প্রকল্পের জমি অধিগ্রহণে দুর্নীতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার মোড়লের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এ কমিটি গঠন করেন। কমিটির সদস্যদের আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়লের অপসারণের দাবিতে খুলনার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। একই সঙ্গে তার অপসারণের দাবিতে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তা মোড়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানান, ইউপি চেয়ারম্যান হায়দার মোড়লের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহমেদকে। এছাড়া সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন ও সদস্য করা হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।
Comments