Image description

খুলনায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির খুলনা সমন্বয়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।  

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গণমাধ্যম সেল জানায়, অপহৃত ব্যক্তি হলেন নূরে আলম মোল্লা (৫৬), যিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা এবং খুলনার বসুপাড়া এতিমখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে তার বাসা থেকে অপহরণ করে। এরপর তাকে খুলনা সদর থানার গল্লামারী ৪ নম্বর কাশেম সড়কের একটি ফ্ল্যাটে আটকে রেখে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করা হয়।  

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে। পরে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন— দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউর সাদাত জিয়া (৪৮), জাতীয় নাগরিক কমিটির খুলনা সমন্বয়ক ইমন মোল্লা (২৪), মাহাবুব হাসান পিয়ারুল (৫৫), জয় হাসান (২২) এবং শাকির রহমান (২২)।  

অভিযানে ভুক্তভোগী ব্যবসায়ী নূরে আলম মোল্লাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

এ ঘটনায় ২৩ মার্চ নূরে আলম মোল্লার ছেলে কৌশিক আহমেদ বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২২, ধারা ৩৪২/৩৬৪/৩৮৫/৩৮৭ পেনাল কোড অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে। 

মানবকণ্ঠ/আরআই