Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সাদ্দাম উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের আফছার আলী ইদুর ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।

থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার  কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামের মাজ্জু শেখের স্ত্রী শাপলা বেগম ফাঁসিতলা বাজারে  ভাড়ার বাসায় দেড় মাস ধরে বসবাস করে আসছেন। গত ৯ মে বেলা আনুমানিক ২টার দিকে শাক তোলার জন্য শাপলা বেগম বাড়ি বাইরে আসেন। এই সুযোগেখেলা করার সময় তার ৪ বছর ৬ মাস বয়সের শিশু কন্যার মুখ চেপে ধরে শাহাদাত হোসেন সাদ্দাম তার  বাড়ীর একটি ঘরে নিয়ে যায়।  সেখানে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পরলে পরদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুটির অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।