Image description

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। খেলা উপলক্ষ্যে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ৫টি তান্ত্রিক দল অংশ নিতে আসে গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা প্রতিযোগিতায়। 

শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই খেলা চলে। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ। দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশির ১ জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন।

এজন্য ‘তান্ত্রিক’রা সঙ্গে মানুষের মাথার খুলি, কাসার পাতিল, লাঠি, তাবিজ, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র। এ খেলা উপভোগ করতে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

আয়োজকরা সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দাড়িদহ ইসলামপুরের ‘তান্ত্রিক’দলকে বিজয়ী ও মোকামতলা কাশিপুর 'তান্ত্রিক' দলকে রানার্সআপ ঘোষণা করেন। বিজয়ী দলকে খাসি ও রানার্সআপ দলকে রাজহাঁস পুরস্কার দেয় আয়োজক কমিটি।

খেলার আয়োজক স্বাধীন প্রামানিক বলেন, "এত মানুষ খেলা দেখতে আসবে আমি ধারণাই করতে পারিনি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই এই আয়োজন করা হয়েছে।"

দেউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওয়াদুদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল বাকী গাছু, রায়হান মাহমুদ রাসেল, সুজাউর রহমান সুজা, শাপলা বেগম, মিনু বেগম, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, প্রাণী চিকিৎসক বাহার প্রামাণিক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মিনহাজ আলী, মনতাজ শেখ, আব্দুল হাই, হেলাল আকন্দ, সবুজ আকন্দ, হুমায়ুন কবির, বকুল আকন্দ, হাসান আলী, জিন্নাহ পাইকার প্রমুখ।