Image description

বাংলাদেশে পারমাণবিক শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা, ভৌত সুরক্ষা এবং জরুরি প্রস্তুতি বিষয়ক কার্যক্রম সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানপূর্বক বাস্তবায়িত হচ্ছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে Nuclear Security and Physical Protection Cell (NSPC) গঠন করা হয়েছে। উক্ত সেল একটি সমন্বিত নিরাপত্তা কাঠামোর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকল্পে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্রিগেডিয়ার জেনারেল রুবায়েত মাহমুদ হাসিব, এএফডব্লিউসি, পিএসসি, জিকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি এবং একইসঙ্গে তাঁকে পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা সেল (NSPC)-এর প্রধান সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
 
এ ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এই উপলক্ষে এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদূল হাসানের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) রাতে গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্সে একটি ওয়েলকাম ডিনার প্রোগ্রামের আয়োজন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল রুবায়েত মাহমুদ হাসিব এর সম্মানে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস. এম. মাহমুদ আরাফাত। 

বক্তব্য রাখেন ,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট ওয়াজিহুর রহমান, ইয়ামিন আলী এবং এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জাহেদুল হাছান।

এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ২০১৬ সাল হতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেকোনো নিরাপত্তা সংকট মোকাবিলায় NSPC সর্বদা কার্যকর ও নিবিড় সহযোগিতা প্রদান করছে। 

এসময় তিনি স্মৃতিচারণ করে আরো বলেন , ব্রিগেডিয়ার জেনারেল রুবায়েত মাহমুদ হাসিব পূর্বে NSPC-তে কর্নেল স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান পদে তাঁর নেতৃত্ব নিরাপত্তা-সংশ্লিষ্ট সহযোগিতা ও সমন্বয় কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর হবে। আসন্ন সময়ে ইউনিট-১ এ পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম সম্পাদিত হবে, যা জাতীয় পর্যায়ে এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মাইলফলক। এ প্রেক্ষিতে ভৌত সুরক্ষা ব্যবস্থা (Physical Protection System – PPS) সম্পূর্ণ প্রস্তুত রাখাসহ নিরাপত্তা-সংক্রান্ত সকল বিধান যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল রুবায়েত মাহমুদ হাসিব তাঁর বক্তব্যে আশ্বাস প্রদান করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা (PPS) এবং এর সাথে সংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তা কার্যক্রমে NSPC-এর সহযোগিতা অব্যাহত থাকবে। 

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরো বলেন, নিরাপত্তা ও ভৌত সুরক্ষার সকল ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা ভবিষ্যতেও সুচারুভাবে বজায় থাকবে।