প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
সংগঠনটি মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) বেলা ১১টার সময় কুষ্টিয়া শহরের হাইস্কুল মার্কেটে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে এনএস রোড ও কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিম, সিনিয়র সহসভাপতি মোঃ বেলাল হুসাইন, সাধারন সম্পাদক মুফতি মোজাম্মেল হক কাশেমী, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক নুরানী প্রমুখ। পরে নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। সংবিধানের ২(ক) অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, "রাষ্ট্রের ধর্ম ইসলাম।" সুতরাং দেশের আগামী প্রজন্মকে সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ে। প্রাথমিক স্তর একটি শিশুর জীবনের ভিত্তি। এখানে নৈতিকতা ও আদর্শ গঠনের জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। অথচ বর্তমানে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক না থাকায় শিশুরা কাক্সিক্ষত নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি সরকার কর্তৃক গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে, যা ধর্মপ্রাণ মানুষের মনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। গান শেখানো কখনোই প্রাথমিক শিক্ষার আবশ্যক অংশ হতে পারে না। বরং এটি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক অনুকরণ প্রবণতা সৃষ্টি করবে, যা ভবিষ্যতে জাতির জন্য মারাত্মক হুমকি হতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের সর্বত্তরের জনগণ চান তাঁদের সন্তানরা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে বেড়ে উঠুক। এর জন্য অপরিহার্য হলো প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ীভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ। তাই দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে।
Comments