Image description

ভোলা জেলার তজুমদ্দিনে আদম বেপারীর প্রতারণার শিকার হয়ে সৌদি প্রবাসী ছেলেকে ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ বাবুল নামের এক অসহায় পিতা। সোমবার দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাবুল অভিযোগ করেন, তার ছেলে মোঃ জিহাদকে মিল্লাদ ইন্টারন্যাশনাল এর মাধ্যমে গত ২০২৫ সালের ১১ মার্চ স্থানীয় দালাল মোঃ লিটন দাইমুদ্দির মধ্যস্ততায় সৌদি আরবে পাঠানো হয়। এজন্য লিটন ৭ লক্ষ টাকা নিলেও বৈধ কাগজপত্র সরবরাহ করেনি। ফলে জিহাদ এখন সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন।

তিনি আরও জানান, বর্তমানে তার ছেলে জিহাদ অসুস্থ হয়ে পড়লেও অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন না। আবার বৈধ কাগজ না থাকায় দেশে ফিরতেও পারছেন না। এতে পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

অসহায় বাবুল অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে প্রতারণা করে বিদেশ পাঠানো হয়েছে। এখন ওখানে সে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি— যেন দ্রুত আমার ছেলেকে বৈধভাবে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।”

সংবাদ সম্মেলনে তিনি দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ছেলের নিরাপদ প্রত্যাবর্তনে সরকারি হস্তক্ষেপ কামনা করেন।