Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে সরকার গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের দাবি জানান।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। শত শত নেতাকর্মী ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।

ফখরুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে এই দেশে কোনো নির্বাচন হয়নি।” আসন্ন নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে এবং কোনোভাবেই ভোট দখলের নির্বাচন হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। আপনারা কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না বা অন্যদের উস্কানিতে পা দেবেন না।”

নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, কাজী একরামুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, নাছের মেম্বার, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, আজিজুল হক রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মো. ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ব্যারিস্টার মওদুদ আহমদের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।