Image description

গাজীপুরের কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় রুবেল আহমেদের ডান হাত ভেঙে গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স জানান, তিনি নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানাখন্দ নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, স্থানীয় কিছু বখাটে ছেলে কয়েকজন তরুণীকে উত্যক্ত করছে। তিনি এর প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে পড়ে এবং পরে সংঘবদ্ধ হয়ে মব তৈরি করে হঠাৎ আক্রমণ চালায়। এতে রুবেল আহমেদ ও তার সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, হামলার পর প্রাণ বাঁচাতে তারা কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নেন। তবে সন্ত্রাসীরা তাদের সেখান থেকে টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করে। পরে স্থানীয়দের এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। রুবেলের অভিযোগ, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেল ও তার অনুসারীরা এই হামলায় নেতৃত্ব দিয়েছেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।