
জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজৈর ও সদর উপজেলা শাখার আয়োজনে রাজৈর উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মাদারীপুর দুই আসনের সাবেক এমপি প্রার্থী মাওলানা আব্দুস সোবহান। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। এছাড়া, ২০১৩ সালে ১২শত ওলামা-একরাম শহীদসহ জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমেদ চৌধুরী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুল্লাহ, রাজৈর উপজেলা শাখার মাওলানা আবুল বাসার এবং সাধারণ সম্পাদক মাওলানা ওহিদুজ্জামানসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ৫ দফা দাবির প্রতি ঐক্যবদ্ধ সমর্থন প্রকাশ করেন এবং এই দাবি আদায়ে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনেও আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments