রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ লোহার তৈরি দা উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটাঃ (৪১ বিজিবি) এর অধিনস্থ কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশি করে বিপুল পরিমাণ লোহার তৈরি দা উদ্ধার করা হয়।
রবিবার বিকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনস্থ কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টে বান্দরবন থেকে খাগড়াছড়ি গামী যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে আনুমানিক ১০০ টি লোহার তৈরি দা উদ্ধার করা হয়।
বাসের ড্রাইভার এর ভাষ্যমতে, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান ঘটনায় ব্যবহারের জন্য ইউপিডিএফ (মূল) দল বান্দরবান হতে খাগড়াছড়ির উদ্দেশ্যে এই রামদা গুলো নিয়ে যাচ্ছিল। এসময় গাড়ীর চালক, হেলপারসহ গাড়ীটি আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
Comments