Image description

ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ঢাকা লোকাল ৯৯ নং ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা লোকাল ৯৯ নং ট্রেনের যাত্রা বাতিল করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভূঁইয়া।  

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা হাসিনা বেগম ঢাকা লোকাল ৯৯ নং ট্রেন বাতিলের বিষয়টি  নিশ্চিত করেন।

জানা যায়, ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ঢাকা লোকাল ৯৯ নং ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রতিদিন ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে  পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনলাইনচ্যুত হয়। এ খবর পাওয়ার পর লোকাল ৯৯ নং ট্রেন ঈশ্বরদী জংশন থেকে যাত্রা শুরু করেনি। পরে সকাল ৮টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যাত্রার জন্য অপেক্ষমান থাকা অবস্থায় এ ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

এ ট্রেনের ঢাকাগামী যাত্রী আনিসুর রহমান জানান, ভোর ৫টা থেকে ট্রেনে বসে আছি। সকাল ৮টা পর শুনতে পেলাম ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার মতো শত শত যাত্রী যারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য এ ট্রেনে উঠেছিল তারা কিভাবে গন্তব্য পৌঁছাবে বুঝে উঠতে পারছি না।

কামরুন্নাহার নামে আরেক যাত্রী বলেন, আমিসহ পরিবারের ৫ জন এ ট্রেনে টাঙ্গাইল যাওয়ার জন্য এসেছিলাম। এ ট্রেনে কম টাকায় যাতায়াত করা যায়। সেজন্য আমরা এ ট্রেনে চলাচল করি। এখন কিভাবে যাবো বুঝতে পারছি না। আন্তঃনগর ট্রেন বা বাসে গেলে অনেক টাকা ভাড়া লাগবে এতো টাকাতো আমাদের কাছে নেই। আমরা এক মহাবিপদে পড়ে গেলাম।  

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুন জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা লোকাল-৯৯ নং ট্রেন ঈশ্বরদী স্টেশন থেকে যাত্রা শুরু করতে পারেনি। ট্রেনটি বিলম্বিত হওয়ায় সকাল ৮টার দিকে ট্রেনের যাত্রা বাতিল করা হয়।