Image description

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে (৩৮) আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাটহাজারী থানার আমান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার লংগদু থানার রাংগীপাড়া এলাকার ওসমান গণির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। এছাড়া তিনি চালক হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া-ধোপাছড়ি-বান্দরবান সড়কের লট এলাহাবাদের ৩নং ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা একটি সিএনজি চালকের হাত-পা বেঁধে পাহাড়ে ফেলে দিয়ে সিএনজিটি ছিনতাই করে। ঘটনার পর থেকে চন্দনাইশ থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছিল। কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবশেষে সাইফুল ইসলামকে আটক করা সম্ভব হয়।

সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে ছিনতাই করে আসছিলেন। তিনি নিজেকে অস্ট্রেলিয়ান প্রবাসীসহ বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে সিএনজি চালকদের বিভ্রান্ত করতেন। ছিনতাই করা সিএনজি তিনি নির্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রি করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, “সাইফুল ইসলাম অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলমান রয়েছে। এই ঘটনা চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের সিএনজি চালকদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ এই ধরনের অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।