নবীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর ২০২৫) রাত ৮টার দিকে নবীনগর-রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের বাসিন্দা নিপেন্দ্র কর্মকার (৫০), ঝুমলা কর্মকার (৪০), আদিতা কর্মকার (৩০), মনি কর্মকার (৭) এবং চয়ন কর্মকার (৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরগামী একটি যাত্রীবাহী সিএনজি শিবপুর কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর নিপেন্দ্র কর্মকারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহতরা পূজা উদযাপন শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
Comments