
মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাচখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পাঁচখলা এলাকার মৃত হেলাল উদ্দিন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর, কালিকাপুরের চুন্নু মাতুব্বরের ছেলে আরমান মাতুব্বর এবং ছিলারচর নয়াকান্দি এলাকার জালাল মুন্সির ছেলে সজিব মুন্সি।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে এই তিন মাদক ব্যবসায়ীর গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। মাদক বিক্রির সময় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আরমান মাতুব্বরের বিরুদ্ধে মাদকসহ মোট ১৪টি মামলা এবং ওয়াসিম মাতুব্বরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদারীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের এই অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদারীপুরে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments