Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ হোসেন মনা (৪২) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে পাওয়ার হাউস গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন মনা সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার মৃত আ. লতিফ স্বর্ণকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় হোসেন মনার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

হোসেন মনার বিরুদ্ধে মাদক ও হত্যা মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত হোসেন মনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয়রা জানান, হোসেন মনার গ্রেপ্তারের ফলে এলাকায় মাদকের প্রভাব কিছুটা হলেও কমবে বলে তারা আশা করছেন।