Image description

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূজার অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ঘর লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান আশিষ সরকার নামে এক ব্যক্তি। চোরের দল জানালা কেটে তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় সুজিত চৌকিদারের বাড়িতে।

আশিষ সরকার পেশায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের গাড়িচালক। তিনি জানান, নবমীর রাতে পরিবারের সদস্যদের নিয়ে পূজা মণ্ডপে গিয়েছিলেন। রাত নয়টার দিকে পূজার অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পর দেড় ঘণ্টা পর বাড়ি ফিরে দেখেন ঘরের আসবাবপত্র ও আলমারি লণ্ডভণ্ড। চোরেরা আলমারি থেকে ৩ ভরি স্বর্ণালংকার এবং তার এক আত্মীয়ের জমা রাখা ৮০ হাজার টাকা নিয়ে গেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে আশিষ সরকার আনোয়ারা থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “পূজার সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা এই কাজ করেছে। আমরা এ ঘটনায় হতবাক।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানান, পূজার সময় এ ধরনের চুরির ঘটনা আগেও ঘটেছে। তারা পুলিশের কাছে দ্রুত চোরদের গ্রেপ্তার ও সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন।