
শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আফগানিস্তান, তবে শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে তারা। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বাংলাদেশ মাত্র ৪০ রানের মধ্যেই আফগানিস্তানের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে, যা তাদের ব্যাটিং বিপর্যয়ে ঠেলে দিয়েছে।
আফগানিস্তানের আত্মবিশ্বাসী শুরুকে চতুর্থ ওভারেই থামিয়ে দেন নাসুম আহমেদ। ১০ বলে ১৫ রান করা ইব্রাহিম জাদরানকে বোল্ড করে প্রথম আঘাত হানেন তিনি।
এরপর তানজিম হাসান সাকিবের শিকার হন সেদিকুল্লাহ অতল। সাকিবের শর্ট ডেলিভারিতে ব্যাট চালালে বল আকাশে উঠে যায় এবং পারভেজ হোসেন ইমন ক্যাচটি তালুবন্দী করেন। ১২ বলে ১০ রান করে ফেরেন অতল।
মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে ঘটে এক অদ্ভুত ঘটনা। রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে দারউইশ রসুলি (২ বলে ০) ননস্ট্রাইকার প্রান্তে একই এন্ডে চলে আসেন। বোলার মোস্তাফিজ নিজেই বল ধরে স্ট্রাইকার এন্ডে জাকের আলীকে দেন এবং স্টাম্প ভেঙে রানআউট নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক। ৩১ রানে ৩ উইকেট হারায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১। মাঠে শরফুদ্দিন আশরাফ ৪ ও রশিদ খান ০ রান নিয়ে মাঠে ব্যাট করছেন।
Comments