Image description

মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় একটি মর্মান্তিক ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে অনিক মাতুব্বর (২৫) নামে এক যুবকের পা ভেঙে গেছে। বৃহস্পতিবার বিকেলে আমিরাবাদের মন্টু ভূঁইয়া সড়ক সংলগ্ন লাকি ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক মাতুব্বর বৃহস্পতিবার বিকেলে তার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাতুড়ির আঘাতে অনিকের পা ভেঙে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত অনিক মাতুব্বর বলেন, “বিসিক শিল্প নগরী এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য রাব্বি, সবুজ, সিয়াম, সজলদের সঙ্গে আমার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে তারা আমাকে একা পেয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আমার সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি এ ঘটনার বিচার চাই।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, “এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।