
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে ভিন্ন কৌশলে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দলীয় মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ সেলিম রেজা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে “রাষ্ট্রব্যবস্থার সংস্কার ও গণতন্ত্রের অঙ্গীকার” হিসেবে জনগণের কাছে তুলে ধরছেন তিনি।
গত এক মাস ধরে চরাঞ্চলের দুর্গম এলাকা থেকে শুরু করে গ্রামীণ হাটবাজার পর্যন্ত তাঁর প্রচারণায় সরব হয়ে উঠেছে কাজিপুর উপজেলা। কখনও নৌকায়, কখনও মোটরসাইকেলে, আবার কখনও পায়ে হেঁটে এলাকায় এলাকায় ঘুরছেন এই সাবেক বিএনপি নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুর নগর, বিড়া, সোনামুখী, চালিতাডাঙ্গা, মাইজবাড়ী, কাজিপুর, শুভগাছা, গান্ধাইল, রতনকান্দি, মেছড়া ও বাগবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে তিনি গণসংযোগ চালিয়েছেন।
গতকালও তিনি সোনামুখী, চালিতাডাঙ্গা ও মাইজবাড়ী ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এতে অংশ নেন শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
নির্বাচন ও এলাকা নিয়ে কথা বলতে গিয়ে সেলিম রেজা বলেন, “দলের পক্ষ থেকে মনোনয়নের সুযোগ পেলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, কম্বল ও কাঠ শিল্পের শ্রমিকদের সহায়তা এবং স্থানীয় শিল্পের বিকাশে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে।”
দলীয় সূত্র জানায়, গত এক মাসে প্রায় দুই শতাধিক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছেন তিনি। মাঠপর্যায়ে তাঁর এমন ধারাবাহিক উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, চরাঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে সেলিম রেজা এখন নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর এই তৃণমূলমুখী প্রচারণা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
Comments