Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’-এ ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। সেপ্টেম্বর মাসে গ্রামের অন্তত ৩০০ গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) আন্দিউড়া বাজার এলাকায় বিল সংশোধনের দাবিতে গ্রামবাসীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগীরা জানান, সাধারণত প্রতি মাসে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিল আসে। কিন্তু এবার অনেকের বিল এসেছে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বিপাকে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ সরদার বলেন, “৫০০ টাকার জায়গায় ৫ থেকে ১০ হাজার টাকা বিল এসেছে—এটা কি মেনে নেওয়া যায়? এমন বিল কীভাবে সম্ভব বুঝে উঠতে পারছি না।”

স্থানীয় ইউপি সদস্য সাদেক মিয়া বলেন, “পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে তাদের রিডারম্যান অনুপস্থিত ছিল। কিন্তু তাই বলে ৩০০ গ্রাহকের ভুল বিল তারা ঠিক করবে না—এটা দায়িত্বজ্ঞানহীনতা। আমরা দ্রুত সমাধান চাই।”

অভিযোগ রয়েছে, স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানালেও এখনো কেউ বিল সংশোধনের কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক ইউসুফ আলী মানবকন্ঠ প্রতিবেদককে বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”