
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলির রেকর্ডও ছুঁলেন শুভমান গিল। ভারতের এই তরুণ অধিনায়ক দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি গড়লেন এক অনন্য নজির।
দিল্লি টেস্টে ১৯৬ বলে ১২৯ রানের অনবদ্য সেঞ্চুরি করেন গিল। অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট সেঞ্চুরি করার মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি ও টাইগার পতৌদির রেকর্ড ছুঁলেন গিল। ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরানের তালিকায় বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে পঞ্চম স্থানে জায়গা পেলেন গিল।
ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরান করেছেন বিরাট কোহলি (২০), তারপর সুনীল গাভাসকার (১১), মোহাম্মদ আজহারউদ্দিন (৯) ও শচিন টেন্ডুলকার (৭)। তালিকায় পঞ্চম স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, টাইগার পতৌদি ও শুভমান গিল (৫)। গিলের এই পারফরম্যান্স বিশেষত উল্লেখযোগ্য। কারণ, তার সবগুলো শতরান এসেছে ২০২৫ সালের মধ্যেই, অর্থাৎ এক ক্যালেন্ডার বছরে কোহলির রেকর্ডকেও তিনি ছুঁয়ে ফেলেছেন।
ভারতের ইতিহাসে অধিনায়ক হিসেবে একবছরে সবচেয়ে বেশি টেস্ট শতরান করার রেকর্ড এখন ভাগাভাগি করে নিয়েছেন বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) এবং শুভমান গিল (২০২৫)। গিলের ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
অনেক ক্রিকেট বিশ্লেষক ইতিমধ্যেই গিলকে ভারতের ‘পরবর্তী কোহলি’ বলছেন। যেখানে কোহলি তার নেতৃত্বে ভারতকে বহু ঐতিহাসিক সিরিজ জিতিয়েছেন, সেখানে গিল এখন একইপথে হাঁটছেন-ধারাবাহিক ব্যাটিং, দলকে অনুপ্রেরণা জোগানো এবং জয়ের মানসিকতা নিয়ে তিনি এগিয়ে চলেছেন।
Comments