আদিবাসীরা আমার ভাই-বোন, তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে : ড. ফরিদুজ্জামান ফরহাদ
আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমার ভাই-বোন। সকল ক্ষেত্রে তাদের সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হবে— এমন মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া পৌর শহরের সরদারপাড়া সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “নড়াইল ও লোহাগড়ায় বসবাসরত আদিবাসী পরিবারের সদস্যরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সার্বিক নিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা রক্ষায় আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। তারা যেন সম্মানের সঙ্গে এবং নির্ভয়ে আমাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের আদিবাসী তরুণ-তরুণীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বিভিন্ন দপ্তরে উচ্চপদে চাকরি করছে— তাই তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উৎসব মানে আলোকের যাত্রা, তাই তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “আপনারা নিশ্চিন্তে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করুন। আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার; আর নিরাপত্তার অধিকারও সবার।”
সভায় আরও বক্তব্য রাখেন— নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, এনপিপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, এনপিপি নেতা বদিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, সাংবাদিক রাশেদ রাসু, বাবু অমল কর্মকার, বিষ্ণু কর্মকার, খোকন কর্মকার প্রমুখ।
Comments