Image description

ফেনীর পরশুরামে অগ্নিকাণ্ডে ঘর হারানো নিঃস্ব রিকশা চালক শফিকুর রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার উত্তর গুথুমা তাকিয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শফিকুর রহমানের বাড়িতে গিয়ে তিনি এই মানবিক সহায়তা প্রদান করেন।

মজনু শফিকুর রহমান ও তার স্ত্রী বিবি মরিয়মের সঙ্গে কথা বলেন এবং তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। জনদুর্ভোগ ও জনসমস্যার সমাধানই আমাদের উদ্দেশ্য।” এ সময় তিনি শফিক ও তার স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নতুন ঘর নির্মাণে টিনসহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন।

এই মানবিক উদ্যোগে মজনুর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শফিকুর রহমানের পরিবারের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিএনপির এই উদ্যোগকে অনেকেই মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।