Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ২১টি কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া শুরু হয়।

সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক। এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, সোনারং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, মেডিকেল অফিসার মো. জাহিদুল ইসলাম, ডিএসবি এসআই মনোরঞ্জন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাদির, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, এমটিইপিআই মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৮৮টি আউটরিচ এবং ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৫৪৭টি কেন্দ্রে ৭০ হাজার ৫৪৮ জনকে টিকা প্রদান করা হবে। কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকা প্রদান করা হবে।