Image description

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কুমিল্লার চৌদ্দগ্রামে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন” শুরু হয়েছ। রোববার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ জামাল হোসেন।  

টিকা নিয়ে মানুষের ভুল ধারনা দূর করতে ও চৌদ্দগ্রাম উপজেলার মানুষকে টিকাদানে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী মেয়েকে টিকা দিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করেন ইউএনও। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের উপজেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৪৮ হাজাররের বেশি। ইতোমধ্যে ৯২ শতাংশ টিকা নিবন্ধন সম্পন্ন হয়েছে। টিকা নিবন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা সারাদেশে শীর্ষে রয়েছে, টিকা প্রদানেও আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই।

ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদ আল মনসুর, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্ল্যাহ, সেক্রেটারি বেলাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সারাদেশে একযোগে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও মোঃ জামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবারে জীবানু ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত রোগ। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর জোর দিতে হবে।