Image description

চট্টগ্রামের আনোয়ারা-পটিয়া-বাঁশখালী (পিএবি) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার সন্ধ্যায় মইজ্জ্যেরটেকের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, নির্বাচনে আওয়ামী লীগের পদধারী নেতারা অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. আকাশ নুর, কর্ণফুলী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, আনোয়ারা উপজেলা শাখার সিনিয়র সংগঠক দেলোয়ার হোসেন ও আহমদ নুর।

তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগের পদধারী নেতারা পিএবি সড়কের শ্রমিক সংগঠনের ব্যানারে নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন। এই কারণে তারা নির্বাচনে তাদের অপসারণ ও গ্রেপ্তার দাবি করেন। পাশাপাশি শ্রমিক সংগঠনকে ফ্যাসিবাদমুক্ত করার আহ্বানও জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নির্বাচন কমিশনার মো. মহিউদ্দিন বলেন, আপনারা অফিসে আসলে বিস্তারিত সব কথা বলা যাবে, মোবাইলে সব বলা সম্ভব নয়।

এদিকে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, শ্রমিক সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতার অংশগ্রহণের বিষয়টি আমরা জেনেছি। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এই ঘটনায় স্থানীয় পরিবহন শ্রমিক ও রাজনৈতিক মহলে নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।