Image description

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩৬) নামে এক পাহাড়ি নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটের দিকে বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের পূর্ব পাড়া থেকে নৌকায় করে বিলাইছড়ি বাজারে যাওয়ার পথে কেরনছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন লতা মারমা।

পরে স্থানীয়রা নিখোঁজের খবর জানতে পেরে মাছ ধরার জাল ফেলে অনেক চেষ্টার মাধ্যমে বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ নারীকে উদ্ধার করেন।

পরিবারের সূত্রে জানা গেছে, হ্রদের পানিতে ডুবে মৃত লতা মারমা (৩৬) কেংড়াছড়ি পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বড় মেয়ে রিংকি চাকমা (১৫), মেজ ছেলে রিপন চাকমা (১১) এবং ছোট মেয়ে রোসমি চাকমা (২ বছর ৬ মাস)।

উদ্ধার পরবর্তীতে, উক্ত নারীকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুরুদ্দীন মৃত ঘোষণা করেন।