পীরগঞ্জে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাশে রাজনৈতিক নেতারা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
আজ সকালে বিক্ষোভ সমাবেশ শেষে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ। তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে তাদের এই সমাবেশে সংহতি প্রকাশ করে তাদের পাশে থাকার কথা জানান জামায়াত-সমর্থিত শিক্ষক সংগঠন ‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।
পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইদ্রিস আলী বলেন,‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শিক্ষকদের যে ভূমিকা, তাঁরা যে চেষ্টা করে থাকেন, এটা গোটা জাতির জন্য বিরাট একটা আমানতস্বরূপ। কিন্তু আজকে শিক্ষকদের যদি রাস্তায় নামিয়ে দেওয়া হয়, তাঁদের দাবি যদি না মানা হয়, তাহলে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তা কারও জন্য কল্যাণকর হবে না। শিক্ষক-কর্মচারীদের আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ তৈরি হলে সেই দায় সরকারকে বহন করতে হবে। সরকার ও উপদেষ্টাদের মূল কাজ হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তার জন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে, তাঁদের সহযোগিতা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন তিনি বলেন, আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। আপনাদের দাবি আমাদেরও দাবি।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু বলেন অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান। অথচ তাঁদের দাবি আদায়ে রাস্তায় নামতে হয়। পুলিশ লাঠিপেটা করে। এটা আমাদের জন্য লজ্জাজনক। তিনি দ্রুত সময়ে শিক্ষকদের দাবি পূরণের আহ্বান জানান।
এসময় শিক্ষক প্রতিনিধিরা আক্ষেপ করে বলেন আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশের জন্য প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের শিক্ষকদের অগ্রাহ্য করে সরকার হয়তো ভিন্ন কোন চিন্তা করছেন আর সেটা যদি হয় সেটা হবে শিক্ষক সমাজের জন্য অসম্মানের এবং অমর্যাদা আমরা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেবেন।
এ সময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন এখন যদি তাঁদের দাবি মানা না হয়, তাহলে পরবর্তী সময়ে অন্যভাবে কোনো পরিবেশ তৈরি হলে সেটার জন্য দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
Comments