ডিমলায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গত ১২ই অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাব সামনে আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশী হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি ঘোষণা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নীলফামারীর ডিমলা উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারীগণ।
মঙ্গলবার সকাল ১১টায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ২০ % বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা অধ্যক্ষ মনোয়ার হোসেন, শিক্ষক গোলাম রাব্বানী প্রধান, অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা বজলার রহমান, সহযোগী অধ্যাপক কাজী মাওলানা হাবিবুর রহমান, প্রধান শিক্ষিকা, মারুফা আক্তার, প্রভাষক মোঃ জুয়েল রানা প্রমুখ।
শিক্ষক নেতারা বলেন, যৌক্তিক দাবি আদায়ের রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, সেই সাথে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার নিন্দা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা করেন।
Comments