
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল আবাসনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭)। তারা একই ওয়ার্ডের মো. মাসুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদী ভাঙনে তাদের বসতভিটা নদীতে বিলীন হয়ে যায়। এরপর তারা রাস্তার পাশে একটি ছাপরার ঘর তৈরি করে বসবাস শুরু করে। আজ দুপুরে দুই ভাই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে তারা দুজনেই পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Comments